২২ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

22 nd BCS 1. পৃথিবীর বৃহত্তম মহাদেশ- এশিয়া ইউরোপ আফ্রিকা এন্টার্কটিকা Correct answer is : এশিয়া 2. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে? আবু ইসহাক রবি ঠাকুর শরত্চন্দ্র চট্রোপাধ্যায় কাজী নজরুল ইসলাম Correct answer is : শরত্চন্দ্র চট্রোপাধ্যায় 3. Government has been entrusted____elected politicians. with for to at Correct answer is : to 4. সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত কাজী নজরুল ইসলাম জসীমউদদীন Correct answer is : রবীন্দ্রনাথ ঠাকুর 5. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? চোখের বালি বলাকা ঘরে-বাইরে রক্তকরবী Correct answer is : রক্তকরবী 6. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত? ৭০ ৮০ ৯০ ১০০ Correct answer is : ১০০ 7. সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? ১৮১৯ ১৮২৯ ১৮৩৯ ১৮৪৯ Correct answer is : ১৮২৯ 8. হেলসিংকি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ড আয়ারল্যান্ড রাশিয়া হল্যান্ড Correct answer is : ফিনল্যান্ড 9. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেনগুপ্ত...