১৫ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

15 th BCS
1. বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
Correct answer is : নিউইয়র্ক
2. বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী কোনটি?
Correct answer is : নাফ
3. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
Correct answer is : যথাযথভাবে হাল ঘুরিয়ে
4. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
Correct answer is : কক্সবাজার
5. ‘Pediatric’ relates to the treatment of:
Correct answer is : children
6. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
Correct answer is : ৪
7. ১ বর্গ ইঞ্চি কত বর্গ সে:মি সমান?
Correct answer is : ৬.৪৫
8. যে ভূমিতে ফসল জন্মায় না-
Correct answer is : ঊষর
9. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Correct answer is : বিপরীত
10. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
Correct answer is : আল মাহমুদ
11. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Correct answer is : আলালের ঘরের দুলাল
12. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
Correct answer is : ১৮৭২
13. পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?
Correct answer is : অষ্টম
14. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
Correct answer is : জর্ডান
15. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?
Correct answer is : শেখ ফজলল করিম
16. The speaker failed to make the audience-to him patiently.-Which of the following is the best form of pronoun in the above sentence?
Correct answer is : listen
17. My uncle has three sons, ---- work in the same office.-which of the following is the best form of pronoun in the above sentence?
Correct answer is : all of whom
18. What is the meaning of the word ‘intrepid’?
Correct answer is : fearless
19. What is the meaning of the expression ‘bottom line’?
Correct answer is : The essential point
20. The word ‘plurality’ means-
Correct answer is : The holding of more than one office at a time
21. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?
Correct answer is : ৫,২০০কি:মি
22. বাংলাদেশে GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
Correct answer is : ১৯.৯৫%
23. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
Correct answer is : সিলেট
24. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
Correct answer is : কৃষি
25. ‘Club of Viena’ কী?
Correct answer is : পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
26. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
Correct answer is : ১৯৯৩
27. ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
Correct answer is : মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
28. কোনটি রক্তের কাজ নহে?
Correct answer is : জারক রস বিতরণ করা
29. নিত্য ব্যবহার্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?
Correct answer is : ওজোন স্তরে ফুটো তৈরি করে
30. ৬৪ কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
Correct answer is : ৫৬.০ কিলোগ্রাম
31. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?
Correct answer is : ২২৪
32. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে।মই এর অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব-
Correct answer is : ৩০
33. (2+x)+3=3(x+2)হলে x এর সমান মান কত?
Correct answer is : -1/2
34. কোন সংখ্যাটি বৃহত্তম?
Correct answer is : √০.৩
35. শুদ্ধ বানানটি নির্দেশ কর?
Correct answer is : মুহুর্মুহু
36. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct answer is : দিব্+লোক
37. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-
Correct answer is : শৈত্য
38. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
Correct answer is : ঐচ্ছিক
39. কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে?
Correct answer is : সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
40. `Bootleg’ means to-
Correct answer is : smuggle
41. Which of the following is a correct sentence?
Correct answer is : He was too clever to miss the point
42. The ‘poet laureate’ is-
Correct answer is : the Court poet of England
43. Which of the following school of litarary writings is connected with a medical theory?
Correct answer is : Comedy of Humours
44. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?
Correct answer is : ২২
45. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?
Correct answer is : নারিকেল জিনজিরা
46. বাংলাদেশে মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস –এর অংশ কত?
Correct answer is : ৭৭.৫৫%
47. The United Nations University কোন শহরে অবস্থিত?
Correct answer is : টোকিও
48. বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
Correct answer is : ১৯৭৯-৮০
49. League of Arab states(আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct answer is : কায়রো
50. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
Correct answer is : লাসা
51. বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?
Correct answer is : প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
52. আল্ট্রাসনোগ্রাফী কী?
Correct answer is : ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
53. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
Correct answer is : পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
54. “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-এই উক্তিটি কার?
Correct answer is : প্রমথ চেীধুরী
55. ‘প্রভাত চিন্তা’,‘নিভৃত চিন্তা’,‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
Correct answer is : কালীপ্রসন্ন ঘোষ
56. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
Correct answer is : সিকান্দার আবু জাফর
57. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
Correct answer is : ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
58. ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল্ পার্থক্য-
Correct answer is : জীবনানুভূতির গভীরতায়
59. Who of the following was both a poet and painter?
Correct answer is : Blake
60. Are you doing anything special --- the week-end?
Correct answer is : at
61. What is the synonym of ‘incredible’?
Correct answer is : Unbelievable
62. What is the antonym of ‘famous’?
Correct answer is : Obscure
63. plebiscite is a term related to
Correct answer is : Politics
64. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?
Correct answer is : বামফিল্ড ফুলার
65. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তিরিত করেন?
Correct answer is : নবাব মুর্শিদকুলি খাঁ
66. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
Correct answer is : পঞ্চগড়
67. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Correct answer is : হাজী শরিয়তউল্লাহ
68. ১৯৯৬ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
Correct answer is : আটলান্টা
69. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত?
Correct answer is : ইথিওপিয়া
70. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?
Correct answer is : ১০.০ মিলিয়ন ইসলামি দিনার
71. a=1,b=-1,c=2,d=-2 হলে a-(-b)-(-c)-(-d) এর মান কত?
Correct answer is : 0
72. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
Correct answer is : ৪৯৫০
73. x+y-1=0,x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি -
Correct answer is : সমদ্বিবাহু
74. পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র,P,Q,R এবং PQ=a,QR=b,RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
Correct answer is : c+a-b
75. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-
Correct answer is : কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
76. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
Correct answer is : উত্তরাধিকার
77. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
Correct answer is : বসন্ত
78. People always remember patriots -Which of the following is the best passive form of the above sentence?
Correct answer is : The patriots are always remembered by the people
79. Who wrote ‘Beauty is truth,truth is beauty’?
Correct answer is : Keats
80. Many islands make up-
Correct answer is : an archipelago
81. গঙ্গা-ব্রক্ষপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভূক্ত?
Correct answer is : ৩৩
82. ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ-
Correct answer is : প্রজ্ঞা
83. আকাশ নীল দেখায় কেন?
Comments
Post a Comment